Wednesday, May 11, 2016
প্রথম সন্তান জন্ম দিয়েছেন বিয়ের ৪৬ বছর পর --- update news @@
প্রথম সন্তান জন্ম দিয়েছেন বিয়ের ৪৬ বছর পর
ভারতের বন্ধ্যাত্ব নিরাময় বিষয়ক একটি ক্লিনিক বলছে, আইভিএফ চিকিৎসা নিয়ে সেখানে বাহাত্তর বছর বয়সে নিজের প্রথম সন্তান প্রসব করেছেন একজন নারী।
উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার ঐ ক্লিনিকে দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন দালজিন্দর কাউর এবং তার ৭৯ বছর বয়সী স্বামী।
গত ৪৬ বছর ধরে বিবাহিত জীবনে তাদের কোন ছেলেমেয়ে না হওয়ায়, কোনদিন সন্তানাদি হবে এ আশা এক রকম আশা ছেড়েই দিয়েছিলেন এই দম্পতি।
তবে, সত্তরোর্ধ বয়সে সন্তান ধারণের ঘটনা ভারতে এটিই প্রথম নয়।
এর আগে ২০০৮ সালে উত্তর প্রদেশে সত্তরোর্ধ বয়সে যমজ শিশু প্রসব করেছিলেন আরেকজন নারী।
আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসা কিছুটা ব্যয়বহুল।
এতে ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়।
Labels:
প্রথম সন্তান,
বিয়ের,
বিয়ের ৪৬,
সন্তান
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment